দিনাজপুরের বোচাগঞ্জে বিদ্যুতায়িত হয়ে প্রনোবেশ দেবশর্মা রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার আটগাঁও ইউনিয়নের হরিপুর গ্রামের নিজ জমিতে বৈদ্যুতিক সেচ পাম্পের মাধ্যমে পানি দিতে গিয়ে ঘটনাস্থলে মৃতুবরণ করেন।
নিহত প্রনোবেশ দেবশর্মা রুবেল (২৩) কালিপদ দেবশর্মার ছেলে।
জানা গেছে, রুবেল চন্দ্র শুক্রবার বিকালে তার পিতার ভুট্টা ক্ষেতে পানি দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে যায়। তার বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে লোকের মাধ্যমে জানতে পারে রুবেল ভুট্টা ক্ষেতে পানি দিচ্ছিল।
নিহত রুবেলের পিতা ও এলাকাবাসী সন্ধ্যার দিকে ভুট্টা ক্ষেত্রে গিয়ে দেখতে পান রুবেলের নিথর দেহ পড়ে রয়েছে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আজ তার লাশ দাহ করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
কেকে/ এমএস