মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লাইটার জাহাজের ধাক্কায় বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ এক নৌযান শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) দুপুর বারোটার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
নিহত নৌযান শ্রমিকের নাম ওমর আলীর (৫৫)। সে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মধ্যম পাটুলী গ্রামের জোবেদ আলীর ছেলে।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে একটি অজ্ঞাত লাইটার জাহাজের ধাক্কায় বাল্কহেড থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় ওমর আলী। সে ‘নাফিজ তাসিম’ নামের একটি বাল্কহেডে সুকানি হিসাবে কর্মরত ছিলেন।
বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, ‘শনিবার দুপুরে ঘটনাস্থলের অদূরে নদীতে তার লাশটি ভেসে উঠলে স্থানীয়রা আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
কেকে/ এমএস