মুন্সীগঞ্জের শ্রীনগরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে চাচিকে ছুরিকাঘাতের অভিযোগে লিয়ন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী শ্রীনগর থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত লিয়নকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ পশ্চিম কামারগাঁও এলাকার নিরব ফকিরের ছেলে। অভিযুক্ত ভুক্তভোগীর দু-সম্পর্কের ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ভুক্তভোগীর দুই ছেলে তারাবিহ’র নামাজ পড়তে গেলে রাত সোয়া ৮টার দিকে লিয়ন ফকির ভুক্তভোগীর বাড়িতে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করলে ভুক্তভোগী দরজা খুলে দেয়।
এ সময় তার কুপ্রস্তাবে ভুক্তভোগী রাজি না হওয়ায় ভুক্তভোগীকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে। ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ভুক্তভোগীকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহম্মেদ আরো জানান, এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণচেষ্টায় মামলা দায়ের করলে স্থানীয়দের সহযোগীতায় শুক্রবার রাতে অভিযুক্ত লিয়নকে গ্রেফতার করা হয়।
কেকে/এএম