রিকশাচালকদের মাঝে ‘আলোকিত বাংলাদেশ’র ইফতার বিতরণ
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৬:৪৬ পিএম (ভিজিটর : ৬৬)

শ্রমজীবী দরিদ্র রিকশাচালকদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করলো দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সামাজিক সংগঠন আলোকিত বাংলাদেশ।
শনিবার (১৫ মার্চ) বিকালে উপজেলার পুরাতন বিওসি এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান নূর মোহাম্মদ।
প্রধান অতিথি নূর মোহাম্মদ তার বক্তব্যে জানান, শ্রমিকরা আমাদের দেশের চালিকাশক্তি। তারমধ্যে রিকশাচালক ভাইরা অন্যতম। আলোকিত বাংলাদেশ এর পক্ষ থেকে এ পর্যন্ত এক হাজার পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে৷ রিকশাচালক ভাইরা সারাবছর আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। তাই প্রতিবছরের ন্যায় এবছরও রিকশাচালক ভাইদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কেকে/এজে