শনিবার, ১৫ মার্চ ২০২৫,
১ চৈত্র ১৪৩১
বাংলা English

শনিবার, ১৫ মার্চ ২০২৫
শিরোনাম: দ্রুত সংস্কার শেষে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে: মির্জা ফখরুল      গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে: নাহিদ ইসলাম      ‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ      দেশে কোরআনের শাসন থাকলে ধর্ষণ থাকবে না: জামায়াত নেতা      রোজা পালনে যেভাবে শরীরে পরিবর্তন ঘটে      রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত      ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প      
গ্রামবাংলা
পুরুষ সহকর্মীর আপত্তিকর ভিডিও ছড়ানোর হুমকি নারী সহকর্মীর
আরিফুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৬:৫৭ পিএম  (ভিজিটর : ৬৫)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাজহারুল ইসলাম(২৬) নামে এক যুবকের আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে তার এক নারী সহকর্মীর বিরুদ্ধে।

শবিবার (১৫ মার্চ) ভুক্তভোগী মাজহারুল ইসলাম ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান। ভুক্তভোগী মাজহারুল ইসলামের বাড়ি উপজেলার বড়হিত ইউনিয়নের ইদুয়াবাদ গ্রামের আজিজুল হকের ছেলে।

অভিযোগ দায়েরের পর ভুক্তভোগী মাজহারুল ইসলাম বলেন, আমি অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ করি। সেই সুবাদে বিগত এক বছর আগে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দিবাকর এলাকার ছেলেবেলো গ্রামের দিশা হোসাইনের সাথে পরিচয় হয়। দিশা ওই  গ্রামের সানোয়ার হোসেন দুলালের মেয়ে। ফেসবুকে সহকর্মী পরিচয়ে কিছুদিন আমার সাথে কথা বলার পর দিশা সাক্ষাতের বায়না ধরে। আমি না করলেও সে মানতে নারাজ। এক পর্যায়ে তার সাথে সাক্ষাৎ করি। সে সময় বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করি। তখন সে আমাকে ফাঁদে ফেলে  আপত্তিকর ভিডিও এবং ছবি ধারণ করে। পরবর্তীতে সে এসব ছবি ও ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে টাকা দাবি করে। বেশ কয়েকবার আমি টাকা দিয়েছি। কিন্তু পরে বারবার যখন টাকা দাবি করে, তখন আমি দিতে অপারগতা প্রকাশ করলে সে আমার এলাকার লোকজনের কাছে ভিডিও পাঠিয়ে মানহানি করছে। আমি এ ঘটনার বিচার চাই।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী মাজহারুলের সঙ্গে কথা বলে জানা গেছে, ফ্রিল্যান্সিং কাজের সুবাদে সহকর্মী পরিচয়ে তারা ফেসবুক ম্যাসেঞ্জারে কথাবার্তা বলতেন। সহকর্মী দিশা হোসাইনের আবদারে প্রায় সাড়ে পাঁচমাস পূর্বে তারা পাঁচবিবি উপজেলায় সাক্ষাৎ করেন। এসময় তারা ওই এলাকা বিভিন্ন জায়গায় ঘুরাফেরা এবং খাওয়া-দাওয়া করেন। সে সময়ে ধারণ করা কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি  করে দিশা হোসাইন। এতে ভুক্তভোগী মাজহারুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে দিশা হোসাইন মাজহারুলের এলাকার লোকজনের  ফেসবুক ম্যাসেঞ্জারে আপত্তিকর ভিডিও এবং ছবি দিয়ে মানহানিমূলক কার্যক্রম চালাচ্ছে। এই সুযোগে ভুক্তভোগীর এলাকার কিছু লোকজনও  টাকা আদায় করতে নানা ধরছেন ষড়যন্ত্র করছে। তাই মাজহারুল  বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়ে বিচারপ্রার্থী হয়েছেন।

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  পুরুষ সহকর্মী   আপত্তিকর ভিডিও   নারী সহকর্মী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মসজিদের চিলেকোঠায় শিশুকে বলাৎকারের অভিযোগ
লালপুরে সেই স্কুলছাত্রীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল
দুই সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে ইবি ছাত্রদলের ইফতার আয়োজন
বাঞ্ছারামপুরে ঈদ মার্কেটে সক্রিয় নারী পকেটমার ও চোরচক্র
২৬ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

সর্বাধিক পঠিত

মতলব উত্তরে ১০ ইউনিয়নে শ্রমিক দলের কমিটি গঠন
বাগাতিপাড়া উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
শ্রীনগরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে চাচিকে ছুরিকাঘাতের অভিযোগ
ইসলামই একমাত্র বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র উপহার দিতে পারে
ঈদ বাজারে পোশাকের দাম বেশি, আক্ষেপ ক্রেতা ও বিক্রেতার

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close