প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৭:০৭ পিএম (ভিজিটর : ১২০)
ছবি: খোলা কাগজ
নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ বিকালে) বিকালে উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল।
এসময় উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সদ্য সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান।
ছবি: খোলা কাগজ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু। এছাড়া উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।