সোনাগাজীতে ১১ বছরের এক শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে কামাল উদ্দিন(৫৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন সোনাগাজী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যবসায়ী কামাল উদ্দিন সোনাগাজী আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামের মো. মোস্তফার ছেলে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে এ ঘটনায় শ্লীলতাহানীর শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে ব্যবসায়ী কামাল উদ্দিন বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আমিরাবাদ ইউনিয়নের স্থানীয় কমান্ডার বাজার ব্যবসায়ী কামালের দোকানে চিপস এর জন্য গেলে দোকানে কেউ না থাকায় শিশুটিকে দোকানের ভেতর ডেকে নিয়ে শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে স্পর্শ করেন। পরবর্তীতে রাস্তায় কিছু পথচারী আসতে দেখলে শিশুটিকে ছেড়ে দেয় কামাল। শিশুটি বাড়ি গিয়ে তার পিতা মাতাকে বিষয়টি জানালে তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করার পর শিশুটির মা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ করেন। আসামী কামাল উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে দুপুরে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন এবং বিধি মোতাবেক আদালতে সোপর্দ করার বিষয়টিও নিশ্চিত করেন।
কেকে/এজে