ঈশ্বরদীতে শ্বশুরালয়ের শয়নঘরে বাঁশের আড়া থেকে জামাই রকিব আলী (২০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে ঈশ্বরদী সাঁড়া ইউনিয়নের মাজদিয়া বড়পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত রকিব আলী ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের স্বপন আলীর ছেলে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, প্রায় ১ সপ্তাহ ধরে রকিব স্বস্ত্রীক শ্বশুরালয়ে অবস্থান করছিলেন হঠাৎ আজ ১৫ মার্চ সকাল আনুমানিক ৮টার দিকে তার গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ঈশ্বরদী থানায় সংবাদ দেয় এলাকাবাসী। কিন্তু মৃত রকিবের স্ত্রীসহ পরিবারের সকলেই নীরবতা প্রদর্শন করে। এই নীরব ভূমিকা এলাকাবাসী এবং মৃত রকিবের পিতাসহ আত্মীয় স্বজনদের মধ্যে নানা ধরনের প্রশ্ন তৈরি করে। তাদের অনেকেই রকিবের এই আকষ্মিক মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। তারা রহস্যজনক মৃত্যু বলে আশংকা করছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে রকিবের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। রকিবের মৃত্যুর বিষয়টি শ্বশুর জাহাঙ্গীরের পক্ষ থেকে আমাদের জানানো না হলেও লোকমুখে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং রকিবের মৃতদেহ থানায় নিয়ে আসি। লোকমুখে মৃত্যুর বিষয়টি নিয়ে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হওয়ায় এবং মৃত্যুটি রহস্যজনক বলে প্রশ্ন উত্থাপন করায় রকিবের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হয়েছে। আপাতত ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট এলে সে অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
কেকে/ এমএস