জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
শ্রীমঙ্গলে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৯:১৩ পিএম (ভিজিটর : ১৫১)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ২১৭টি কেন্দ্রে ৬ মাস হতে ৫ বছর বয়সী সকল শিশুদের উৎসবমুখর পরিবেশে একটি করে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয়ে বেলা ৪টা পর্যন্ত কার্যক্রম চলে।
শিশুদের ক্যাপসুল খাওয়াতে ৪৩৪ জন ভলান্টিয়ার এবং ১০৮ জন সুপারভাইজার নিয়োজিত ছিলেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।
তিনি আরো বলেন, উপজেলায় কমিউনিটি ক্লিনিক ও ইপিআই টিকা কেন্দ্রসহ মোট ২১৭টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩৫ হাজার ২৭০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৮৭০ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩১ হাজার ৭২৭ জন শিশু।
কেকে/এজে