রাজশাহী মহানগরীতে একাধিক ওয়ারেন্ট ও ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদককারবারি বাবুকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৫ মার্চ) রাত ৩টায় মহানগরীর কাটাখালী থানাধীন কাটাখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মো. নাজমুল ইসলাম ওরফে বাবু (৩৫) চারঘাট থানার পাশুন্ডিয়া গ্রামের মৃত আনসার আলী ওরফে ইনছার আলীর ছেলে।
র্যাব জানায়, গ্রেফতার আসামী বাবু নিজ এলাকার পেশাদার মাদককারবারি। সে রাজশাহীর চারঘাটের মাদক সম্রাট নামেও পরিচিত। ইতোপূর্বেও সে র্যাবের কাছে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল। কিছুদিন আগে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। ওই মামলাসহ তার নামে আরো ১৩টি বিভিন্ন ধরণের মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট ৪ বছরের সাজা রয়েছে। সে দীর্ঘদিন যাবত মরন নেশা ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল-সহ বিভিন্ন ধরণের মাদক টেকনাফ এবং অন্যান্য স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছে।
এ ব্যপারে গ্রেফতার মাদককারবারি বাবুর বিরুদ্ধে মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমেজেল হাজতেপ্রেরণ করা হয়েছে।
কেকে/ এমএস