চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের স্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার মধ্যে দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক মহসিন মন্ডল।
মোহনপুর ইউনিয়ন : শ্রমিক দলের সভাপতি রহমত আলী, সিনিয়র সহসভাপতি মো. শাহ আলম মৃধা, সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. জাকির।
ইসলামবাদ ইউনিয়ন : শ্রমিক দলের সভাপতি মো. নাছির উদ্দিন সরকার, সিনিয়র সহসভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মনজিল হক ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. মনির শেখ।
পশ্চিম ফতেপুর ইউনিয়ন : শ্রমিক দলের সভাপতি বাবু ডাক্তার, সিনিয়র সহসভাপতি নজরুল বেপারী, সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহীন দর্জি, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ সরকার।
ফরাজীকান্দী ইউনিয়ন : শ্রমিক দলের সভাপতি মো. সোলেমান, সিনিয়র সহসভাপতি মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো মফিজ উদ্দিন।
পূর্ব ফতেপুর ইউনিয়ন : শ্রমিক দলের সভাপতি মো. নিজাম উদ্দিন সরকার, সিনিয়র সহসভাপতি মো. মহসিন কাজী, সাধারণ সম্পাদক মো. জসিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো৷ লিটন প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল প্রধান।
দূর্গাপুর ইউনিয়ন : শ্রমিক দলের সভাপতি মো. তৌহিদুল ইসলাম বাবু, সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. স্বপন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।
গজরা ইউনিয়ন : শ্রমিক দলের সভাপতি মো. ছানাউল্লাহ্, সিনিয়র সহসভাপতি মো. ছাদেক হোসেন, সাধারণ সম্পাদক মো. মিজান রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন।
সাদুল্লাপুর ইউনিয়ন : শ্রমিক দলের সভাপতি মজিব প্রধান, সিনিয়র সহসভাপতি মো. বজলু প্রধান, সাধারণ সম্পাদক মো. তুহিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবু প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. মানিক প্রধান।
বাগানবাড়ি ইউনিয়ন : শ্রমিক দলের সভাপতি মো. মফিজ প্রধান, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল খলিফা, সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার সরকার, সাংগঠনিক সম্পাদক মো. মানিক মিয়া।
সুলতানাবাদ ইউনিয়ন : শ্রমিক দলের সভাপতি মো. ইকবাল হোসেন, সিনিয়র সহসভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক মো. মিজান ফকির।
নবগঠিত মতলব উত্তর উপজেলার ১০টি ইউনিয়নের জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক মহসিন মন্ডলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা জানান, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী মতলব উত্তর উপজেলা শ্রমিক দল ও বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দল হবে একটি সুসংগঠিত দল।
তারা আরো জানান, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদার নির্দেশে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সকলে একত্রিত হয়ে কাজ করে যাবেন।
কেকে/এএম