ঈদকে সামনে রেখে প্রবাসী অধ্যুষিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরশহরের মার্কেটগুলোতে নারী পকেটমার চক্র কাস্টমার সেঁজে হাতিয়ে নিচ্ছে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার, কাপড়চোপড়সহ মূল্যবান মালামাল। ঈদের বাজারে লোকজনের সমাগম বেশি হওয়ায় এ সুযোগকে কাজে লাগাচ্ছে এসব চোর চক্র।
শনিবার (১৫ মার্চ) অন্তত ১০ হতে ১২ জন নারীর ভ্যানিটি ব্যাগ থেকে শপিং করতে আনা টাকা উধাও হয়ে গেছে।
যেখানে ভিড় সেখানেই সক্রিয় নারী পকেটমার ও ছিনতাইকারী চক্র। কিছু বুঝে ওঠার আগেই লোকজনের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা, স্বর্নালঙ্কার, কাপড়চোপড় ও ভ্যানিটি ব্যাগ থেকে কৌশলে ছিনিয়ে নিচ্ছেন এ চক্রের সদস্যরা। ঈদের কেনাকাটা করতে আসা লোকজন তাদের শিকার হচ্ছেন। জানা যায়, পুরুষ সদস্য থাকলেও এ চক্রে নারী সদস্যরাই বেশী ৷
কদমতুলী এলাকার জাহানারা বেগম বলেন, ‘বাঞ্ছারামপুর শফিক মার্কেটে এসে কাপড় কেনার সময় দেখি আমার ১০ হাজার টাকা, ব্যাগে রাখা আধাভরি ওজনের কানের দুল ব্যাগে নেই। ব্যাগ কাটা।’
শনিবার দুপুরে পৌরশহরের আমেনা প্লাজা এলাকার একটি জুতার দোকানে চুরি করতে এসে দুই নারী চোর চক্রের সদস্য স্থানীয় ব্যবসায়ী আটক হন। পরে তারা ‘এরকম কাজ আর করবেন না’ মর্মে স্বীকারোক্তি ও প্রতিশ্রুতি দেয়ায় তাদেরকে ছেড়ে দেন ঐ স্থানীয় ব্যবসায়ী। তবে এরকম ঘটনা বাঞ্ছারামপুরে পৌরশহরে নতুন নয়, প্রতিদিনই কোন না কোন মার্কেটে হরহামেশাই এমন ঘটনা ঘটছে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রত্যাশা করছেন।
একই মার্কেটের কাপড় ব্যবসায়ী অহিদ মিয়া বলেন, ‘আমার ৩টি দামী বোরখা ক্রেতা সেজে চোরচক্র নিয়ে গেছে।’
এদিকে, ঈদকে কেন্দ্র করে পৌরশহরে চোরচক্রের উৎপাত রোধে বাঞ্ছারামপুর মডেল থানা তৎপর রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
কেকে/ এমএস