রবিবার, ১৬ মার্চ ২০২৫,
২ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ১৬ মার্চ ২০২৫
শিরোনাম: দ্রুত সংস্কার শেষে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে: মির্জা ফখরুল      গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে: নাহিদ ইসলাম      ‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ      দেশে কোরআনের শাসন থাকলে ধর্ষণ থাকবে না: জামায়াত নেতা      রোজা পালনে যেভাবে শরীরে পরিবর্তন ঘটে      রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত      ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প      
প্রিয় ক্যাম্পাস
দুই সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে ইবি ছাত্রদলের ইফতার আয়োজন
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১১:১৩ পিএম  (ভিজিটর : ৪০)
ইবি ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল। ছবি: প্রতিনিধি

ইবি ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল। ছবি: প্রতিনিধি

রমজান উপলক্ষে দুই সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। 

শনিবার (১৫ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ জাকির হোসেন ছাড়াও অন্যান্য শিক্ষক কর্মকর্তাবৃন্দ।

ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বন্ধ ক্যাম্পাসে ইফতারে সময় অনেক শিক্ষার্থীরই সমস্যা হয়। হলের ডাইনিংয়ে ইফতারের সুবিধা না থাকায় এবং আশপাশের দোকানগুলোর খাবারের মান খুব একটা ভালো না হওয়ায় আমাদের সমস্যা হয়। কয়েকদিন আগে ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য ইফতারির আয়োজন করেছিলো, আজকে ছাত্রদল করেছে। ছাত্রদলকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীদের কথা চিন্তা করে ইফতার মাহফিলের আয়োজন করার জন্য। ভালো কাজের প্রতিযোগিতা চালু থাকুক। 

ড. মতিনুর রহমান বলেন, শাখা ছাত্রদলের এমন আয়োজনকে সাধুবাদ জানাই। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সৃজনশীল কাজের সাথে যুক্ত হবেন, শিক্ষার্থীদের কাছে যাবে এবং মানুষের পাশে দাঁড়াবে। মানুষের আশা ও ভালোবাসা অর্জন করাই হবে ছাত্রদলের আগামী দিনের শপথ। 

জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, এতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের ইফতারি ছিল ঘরোয়া ভাবে। দেশনায়ক তারেক রহমান সেই পদ্ধতি বদল করে উন্মুক্তভাবে ইফতার আয়োজনের পদ্ধতি চালু করেছেন। আমরা সবাই একসাথে ইফতার করবো এবং আমরা যে ঐক্যবদ্ধ তা প্রমাণ করবো।

প্রো-ভিসি ড. এম এয়াকুব আলী বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। দুই দশক ধরে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন কমিটিভুক্ত সদস্যরা আজকে ডিআইজি, সচিব। ছাত্রদলের কর্মীদের মতো মেধাবী আর কোন সংগঠনে নাই। আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রথম পদক্ষেপ আজকের ইফতার মাহফিল।’

ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘নব্বইয়ের অভ্যুত্থানে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছিল জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের জন্য কাজ করবে, গণমানুষের জন্য কাজ করবে, বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার মাধ্যম জাতীয়তাবাদী মূলমন্ত্র মানুষের কাছে পৌঁছে দিবে। আজকের ইফতার মাহফিল আয়োজন করার জন্য ছাত্রদলকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই।’

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ইবি   ছাত্রদল   ইফতার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
সাদুল্লাপুরে আওয়ামী লীগ নেতা বিপ্লব গ্রেফতার
মসজিদের চিলেকোঠায় শিশুকে বলাৎকারের অভিযোগ
লালপুরে সেই স্কুলছাত্রীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল

সর্বাধিক পঠিত

মতলব উত্তরে ১০ ইউনিয়নে শ্রমিক দলের কমিটি গঠন
বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
বাগাতিপাড়া উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
শ্রীনগরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে চাচিকে ছুরিকাঘাতের অভিযোগ
ঈদ বাজারে পোশাকের দাম বেশি, আক্ষেপ ক্রেতা ও বিক্রেতার

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close