নাটোরের লালপুরে থানায় ইভটিজিংয়ের অভিযোগ দেওয়ায় স্কুলছাত্রীর বাবা রতন আলী (৩৭) কে পিটিয়ে জখমের করে বখাটেরা। এঘটনায় কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নির্দেশনায় ভুক্তভোগী ওই পরিবারের পাশে দাড়িয়েছে লালপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব আহমেদ।
শনিবার (১৫ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রতন আলী দেখতে যান তিনি। এসময় রতন আলীর চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারুফ আলী, ওবাইদুল হক প্রমূখ।
জানা গেছে, কয়েকমাস যাবৎ স্কুলে যাওয়া আসার সময় শালেশ্বর গ্রামের রুবেল আলীর ছেলে বখাটে শুভ (২০) অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে টানা উক্ত্যক্ত করতে থাকে। এঘটনায় সম্প্রতি থানায় লিখিত অভিযোগ দেওয়ায় হয়েছে। এ ঘটনার জেরে গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে মেয়ের বাবা মসজিদে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে শুভ তার লোকজন আকস্মিকভাবে হামলা চালায়। এবং মাথায় রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কেকে/ এমএস