গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়া খাঁন বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) রাত ৯ টার দিকে সাদুল্লাপুর শহরের কাঁচামাল আড়তের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার।
তিনি বলেন, আমাদের সহযোগীতায় গাইবান্ধা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শাহারিয়া খাঁন বিপ্লবকে গ্রেফতার করে। তাকে সদর থানায় নেওয়া হয়েছে।
কেকে/ এমএস