কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) আচমিতা ইউনিয়নে আয়োজন করা হয় এ দোয়া ও ইফতার মাহফিলের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সাবেক ভিপি এবং কটিয়াদী-পাকুন্দিয়ার গণমানুষের নেতা আলহাজ্ব শহিদুজ্জামান কাকন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন এবং বর্তমানে কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা বিএনপির সদস্য ও আচমিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব জামাল ব্যাপারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম সেলিম, চান্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাদেকুর রহমান সাদেক, কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন বিন সাইমন এবং চান্দপুর ইউনিয়নের ইউপি সদস্য রুহুল মেম্বার।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় ঐক্য ও আন্দোলন সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।
কেকে/ এমএস