রবিবার, ১৬ মার্চ ২০২৫,
২ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ১৬ মার্চ ২০২৫
শিরোনাম: দ্রুত সংস্কার শেষে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে: মির্জা ফখরুল      গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে: নাহিদ ইসলাম      ‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ      দেশে কোরআনের শাসন থাকলে ধর্ষণ থাকবে না: জামায়াত নেতা      রোজা পালনে যেভাবে শরীরে পরিবর্তন ঘটে      রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত      ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প      
জাতীয়
নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সৈয়দ মো. শহিদুল ইসলাম
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ১২:৩২ এএম  (ভিজিটর : ৩৫)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ) ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর বাংলামোটরে একটি রেস্তোরাঁয় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় দ্রুত নির্বাচন দেয়ার তাগিদ দেন বিএনপি নেতারা। নির্বাচন দিতে বিলম্ব হলে ফ্যাসিস্টরা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে, যা দেশ ও জাতির জন্য হুমকি বলে মন্তব্য করেন তারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেন, সংস্কারের নামে দেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা ১৬ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা এখন ভোট দিতে চায়, সংস্কারের নামে বিলম্ব চাই না। দেশে অপরাধ বেড়ে গেছে, আইনশৃঙ্খলা বাহিনীও অনিয়ন্ত্রিত। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। সংস্কারের নামে কালক্ষেপণের সুযোগ নেই।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এই সরকার ব্যর্থ হলে আমরাই ব্যর্থ হব, জবাবদিহিতা না থাকার কারণে আইন-শৃঙ্খলার থেকে শুরু করে দেশের অর্থনীতির অবনতি হচ্ছে। তাই দ্রুত সবকিছু থেকে উত্তরণের জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেন, সবাই মিলে নোয়াখালীকে শেষ্ঠ জেলায় রুপান্তরের জন্য একসাথে লড়াই করতে হবে। এছাড়াও  ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপি নেতাদের লড়াই সংগ্রামের কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এনজেএফের সুন্দর এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন আয়োজন একে অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এসময় নোয়াখালীর সকল শ্রেণি পেশার মানুষের জীবনমান ও ঐতিহ্যকে সারাদেশে তুলে ধরতে এ সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে, এমন প্রত্যাশার কথাও জানান তারা।

অতিথিরা আরো বলেন, নোয়াখালীর সমস্যা ও সম্ভাবনার দিকগুলো বস্তুনিষ্ঠভাবে জাতীয় গণমাধ্যমে তুলে ধরে নোয়াখালীর উন্নয়নে এই ফোরামের সদস্যরা আরো জোরালে ভূমিকা রাখবে।

ইফতার পরবর্তী আড্ডায় বিশিষ্টজনরা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও নোয়াখালীর উন্নয়নে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানকারী রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় এনজেএফের যেকোনো বিষয়ে পাশে থেকে আন্তরিক সহযোগিতার প্রত্যয়ে ব্যক্ত করেন তারা। পাশাপাশি সংগঠনকে আরো গতিশীল করতে ফোরামের সদস্যদের প্রয়োজন।

এনজেএফের সাধারণ সম্পাদক এস এম ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কবির আহমেদ ভূঁইয়া, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক সময় মুরাদ, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি নুর উদ্দিন প্রমুখ।

কেকে/এজে

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
সাদুল্লাপুরে আওয়ামী লীগ নেতা বিপ্লব গ্রেফতার
মসজিদের চিলেকোঠায় শিশুকে বলাৎকারের অভিযোগ
লালপুরে সেই স্কুলছাত্রীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল

সর্বাধিক পঠিত

মতলব উত্তরে ১০ ইউনিয়নে শ্রমিক দলের কমিটি গঠন
বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
বাগাতিপাড়া উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
শ্রীনগরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে চাচিকে ছুরিকাঘাতের অভিযোগ
ঈদ বাজারে পোশাকের দাম বেশি, আক্ষেপ ক্রেতা ও বিক্রেতার

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close