গাজীপুরের কালিয়াকৈরে বনভূমি দখল করে নির্মিত ঘরবাড়িসহ বিভিন্ন ধরনের স্থাপনা সরিয়ে নিতে প্রচারণা চালিয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহাম্মেদ।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার সিনাবহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বন দখলমুক্ত করতে যার যার স্থাপনা দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নিতে তিনি নির্দেশনা প্রদান করেন। অন্যথায়, উচ্ছেদ অভিযান পরিচালনা করে বনভূমি জবরদখলমুক্ত করা হবে বলেও তিনি জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালিয়াকৈর ফরেস্ট রেঞ্জ অফিসার মনিরুল করিম, কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকার ব্যক্তিরা।
কেকে/এজে