বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর পাঠানো কিতাব আল কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে বলে মন্তব্য করেন পৌর আমির মাওলানা আকতার হোসেন।
শনিবার (১৫ মার্চ) নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াত ইসলামী ৪নং সিংবাহুড়া ওয়ার্ডের আয়োজনে সর্বসাধারণের উপস্থিতিতে প্রায় চার শতাধিক রোজাদারসহ জামায়াতের উপজেলার পর্যায়ের নেতারা একসাথে ইফতার করেন।
সিংবাহুড়া ওয়ার্ড সভাপতি মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মাওলানা আকতার হোসেন, উপজেলা মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল বাছেত, নোয়াখোলা জামায়াতের সভাপতি মমিনুল ইসলাম পাটোয়ারী, সেক্রেটারি মাস্টার বেল্লাল হোসেন, অধ্যাপক মাওলানা আনোয়ারী ও মাস্টার আবুল কালাম আজাদ।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
কেকে/এজে