পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চার বছর বয়সী শিশুর মৃত্যুর পর মারা গেলেন বাবাও। নিহতরা হলেন বাবা সুলাইমান হোসেন (৪০) ও ছেলে জুনায়েদ আহমেদ (৪)।
শনিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে চারটায় উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সুলাইমান উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা চক্রপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন এনজিও কর্মী।
জানা গেছে, সকালে জুনায়েদকে নিয়ে বাবা সোলাইমান মোটরসাইকেলে করে খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। বিকালে সেখান থেকে বাড়ির উদ্দেশে বের হন বাবা-ছেলে। পথে বিকাল সাড়ে চারটায় দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে পৌঁছালে ভাঙ্গুড়া থেকে চন্ডিপুরগামী একটি (ঢাকা মেট্রো-ড-১১-৯৩৫৮) ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে জুনায়েদ ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় গুরুতর আহত হন বাবা সুলাইমান। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
সোলাইমানের চাচাতো ভাই রমজান আলী বলেন, শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ফেরার পথে সুলাইমান ও তার ছেলে ট্রাকের নিচে পড়েন। এতে ছেলে ঘটনাস্থলে মারা যায়। সুলাইমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যায়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএস