পরিচ্ছন্ন স্বাস্থ্যকর চট্টগ্রাম গড়তে এক দল তরুণ নেতৃত্ব দিচ্ছে `প্রজেক্ট ক্লিন চট্টগ্রাম: সাসটেইনেবল ওয়াস্ট ম্যানেজমেন্ট'এর। ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এর সহযোগিতায় সুষ্ঠু আবর্জনা ব্যবস্থাপনা নিশ্চিত, প্লাস্টিক ব্যবহার রোধ, পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে নাগরিকদের সচেতন ও সম্পৃক্ত করতে ক্লিন সিটি ক্যাম্পেইন চালিয়েছে 'চেঞ্জ মেকারস', চট্টগ্রাম শহরস্থ তরুণদের একটি সংস্কার ও পরিবর্তন ভিত্তিক সংগঠন।
রোববার (১৬ মার্চ) ক্যাম্পেইন উপলক্ষ্যে চবি, আইআইইউসি, চট্টগ্রাম, মুহসিন ও সিটি কলেজসহ চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চাশোর্ধ শিক্ষার্থী একত্রিত হয় প্রবর্তক মোড়ে।
মুরাদপুর, ওয়াসা, ২নং গেট, জিইসিতে ৫টি টিম আবর্জনা উদ্ধার কর্মসূচি পরিচালনা করে। জানা গেছে, চট্টগ্রাম শহরের উপশহরগুলোতে তাদের এই ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হবে।
প্রজেক্ট প্রতিষ্ঠা এক্টিভিস্ট আতহার নূর বলেন, জনগণের মধ্যে পরিবেশগত দায়বদ্ধতার সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর চট্টগ্রাম তৈরি করা উক্ত প্রজেক্টের মূল উদ্দেশ্য।
কেকে/এএস