মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির কর্মকর্তাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরি, চেয়ারম্যান নাসরিন আক্তার, জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান লিটনসহ অন্যরা।
বক্তারা শিশু আছিয়ার হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করার দাবি জানান। সেই সাথে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ ও সকল ধর্ষণ ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
গত ৬ মার্চ মাগুরার নিজলান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুর, স্বামী ও দেবরের দ্বারা পাশবিক নির্যাতনের শিকার হয়ে অসুস্থ অবস্থায় সাত দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত ১৩ মার্চ ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সারাদেশে চাঞ্চল্য সৃষ্টিকারী শিশু আছিয়া। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ।
কেকে/এজে