সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ছাড়া উভয় পক্ষের প্রায় ৮-১০ জন আহত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (১৬ মার্চ) সকালে বগুড়া শহিদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে নির্মাণ কাজ চলছে। এজন্য এলাকাবাসীর নিকট থেকে চাঁদা উত্তোলন করাকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হট্টগোল শুরু হয়।
এরই জের ধরে শনিবার (১৫ মার্চ) ইফতারের পূর্বমুহূর্তে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ৮-১০ জন আহত হয়। এদের মধ্যে কারিমুল গ্রুপের হামলায় আলাউদ্দিন গ্রুপের আজাহার আলী (৫০) গুরুতর আহত হয়।এ ছাড়া উভয়পক্ষের আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
কেকে/এএস