সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, আছিয়াকে ধর্ষণের ঘটনার বিচার যদি হতো তাহলে দেশে পর পর এতোগুলো ধর্ষণের ঘটনা ঘটত না। এসব নরপশুদের বিচার না হলে এরা মানুষ হবে না। দেশের বিভিন্ন জেলায় শিশু এবং নারী ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। জনগণের সামনে এদের ফাঁসির কােষ্ঠে ঝুলানো উচিত। আমরা চাই আছিয়ার মা-বাবা স্বচক্ষে অপরাধীর ফাঁসি দেখুক। ধর্ষণের বিচার যদি জনসমক্ষে করা হয় তাহলে অন্যরা এ থেকে শিক্ষা নেবে।
রেববার (১৬ মার্চ) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার শিকার শিশুর পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় আফরোজা আব্বাস আরো বলেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া শিখিয়েছেন যেখানে নারী নির্যাতন সেখানেই জাতীয়তাবাদী মহিলা দল। আমি জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে তথা তারেক রহমানের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জের এই ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আফরেজা আব্বাস বলেন, দেশে আজকে ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য পুরোপুরি দায়ী শেখ হাসিনা। আগে ধর্ষণ হতো। কিন্তু শেখ হাসিনার সময় গণধর্ষণের ঘটনা ঘটত। এবং এই সব ঘটনা ঘটার পরে শেখ হাসিনার সময় কোনো বিচারই হতো না। বরং যারা গণধর্ষণ করতো তাদের পুরস্কৃত করা হতো। সেজন্য এগুলো দিনে দিনে বেড়ে গেছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেনÑসাবেক এমপি গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুইয়া, মাসুকুল ইসলাম রাজীবসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
কেকে/এএস