নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত প্রধান আসামি রাকিব হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৫ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি টিম।
রাকিব হোসেন নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কাদিবাড়ি এলাকার কুতুবউদ্দিনের ছেলে। রাকিব হোসেন সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার অনন্ত এ্যাপারেলস নামের একটি শিল্পপ্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, ২০২৩ সালের ১০ ডিসেম্বর ভিকটিমকে ভাড়া বাসা দেখানোর কথা বলে সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী পশ্চিমপাড়া খালপাড়ের জনৈক আশরাফ উদ্দিনের বিল্ডিংয়ের ভিতর একটি রুমে নিয়ে রাকিব হোসেনসহ ৩/৪ জন মিলে আটক রেখে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে।
এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ঘটনার পরের দিন সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল।
কেকে/এএস