শেরপুরের নালিতাবাড়ীতে ৬০ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ মো. আনিস (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার (১৬ মার্চ) ভোরে উপজেলার পলাশিকুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. আনিস শেরপুর সদর উপজেলার নন্দীরবাজার এলাকার মৃত কাসেম আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি দল রোববার ভোর সকাল ৬টার দিকে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া এলাকার হযরত মেম্বারের নির্মাণাধীন বাড়ির সামনে পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালায়।
এ সময় মিনি পিকআপসহ ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার ও মাদক কারবারি মো. আনিসকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১,৮০,০০০ টাকা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. সালেমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেকে/এএস