রবিবার, ১৬ মার্চ ২০২৫,
২ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ১৬ মার্চ ২০২৫
শিরোনাম: রায়ে সন্তুষ্ট, তবে দ্রুত কার্যকরের প্রত্যাশা আবরারের বাবার      ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে সাহায্য করতে চায়: সিইসি      সৌদিতে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞানীরা       আবরার হত্যা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল      ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ২৪      চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব      ঈদ ঘিরে সক্রিয় জাল টাকার কারবারিরা      
গ্রামবাংলা
রায়পুরে জমি দখল ও মারধরের অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ৪:৩৫ পিএম  (ভিজিটর : ৪০)
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

লক্ষ্মীপুরের রায়পুরে জামায়াত কর্মী ও শিক্ষক আলমগীর বাঘের বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছে।

শনিবার (১৫ মার্চ) রাতে রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী জসিম আখন।

এর আগে এ ঘটনায় রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত আলমগীর বাঘ উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাঘ বাড়ির হাসিম বাঘের ছেলে। তিনি একজন আলিয়া মাদ্রাসার শিক্ষক ও জামায়াতের সক্রিয় কর্মী। ভুক্তভোগী জসিম আখন একই ওয়ার্ডের আখন বাড়ির মৃত জলিল আখনের ছেলে।

সংবাদ সম্মেলনে জসিম আখন জানান, দীর্ঘ ৩০ বছর ধরে তারা যে জমিতে বসবাস করছেন, সেই জমির ভুয়া কাগজ তৈরি করে সরকার পরিবর্তনের পর থেকে আলমগীর বাঘ ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন।

তিনি আরো বলেন, আমি এ বিষয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছিলাম। এর জের ধরে শনিবার সন্ধ্যায় আলমগীর বাঘের নেতৃত্বে জাহাঙ্গীর বাঘ ও শরীফ হোসেন বাঘসহ কয়েকজন আমাকে মারধর করে হত্যার চেষ্টা চালায়। এ সময় তারা আমার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আলমগীর বাঘকে বলতে শোনা যায়, দিন এখনো যায় নাই, মাত্র শুরু। থানায় অভিযোগ দিয়ে আমার কিছুই করতে পারবে না। যে অভিযোগ করেছে, তাকে আগে ধরব।

এ বিষয়ে জানতে চাইলে আলমগীর বাঘ দাবি করেন, জসিম আখন উলটো আমাদের জমি দখল করে রেখেছে। এ নিয়ে একাধিক মামলা রয়েছে, কিন্তু সে মীমাংসায় রাজি নয়। চাঁদা দাবি ও মারধরের অভিযোগ সত্য নয়। আমি জামায়াতের প্রভাব খাটানোর কোনো চেষ্টা করিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর বক্তব্যও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কাশেম বলেন, আলমগীর মাস্টার জামায়াতের কর্মী হলেও জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়। বরং জসিম আখন উলটো আলমগীরের জমি দখল করে আছে।

রায়পুর থানার (ওসি তদন্ত) শাহিদুল ইসলাম জানান, জমি নিয়ে মারধরের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  রায়পুর   জমি দখল   অভিযোগ   জামায়াত কর্মী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব’
নর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ৫১
এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখের বেশি শিক্ষার্থী
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ
এইচএসসি পরীক্ষা চলাকালে সব কোচিং সেন্টার বন্ধ

সর্বাধিক পঠিত

মরণঘাতী ক্যানসার থেকে বাঁচতে চায় ভূঞাপুরের মঞ্জু
রেন্টিগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
মসজিদের চাঁদা উত্তোলনে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১
বান্দরবানে শুরু হলো সাংগ্রাই ক্রিকেট টুর্ণামেন্ট
পাবিপ্রবিতে ধর্ম অবমাননার অভিযোগে দুই শিক্ষার্থী বহিষ্কার

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close