ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আ.লীগ চাকরি ব্যবস্থাকে দখলে রেখেছে: খসরু

অনলাইন ডেস্ক
🕐 ১২:২২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৪

আ.লীগ চাকরি ব্যবস্থাকে দখলে রেখেছে: খসরু

আওয়ামী লীগ পুরো চাকরি ব্যবস্থাকে তাদের দখলে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৩ জুলাই) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে আওয়ামী লীগের সুবিধা আছে। কারণ, প্রশ্নপত্র ফাঁস ও কোটাব্যবস্থাকে ব্যবহার করে দলীয় বিবেচনায় তারা চাকরি ব্যবস্থাকে দখলে রেখেছে।

তিনি বলেন, ন্যায্য ও শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। অথচ, উল্টো তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলা প্রত্যাহার করতে হবে।

এ সময় কর্মকর্তাদের দুর্নীতির কারণে প্রতিষ্ঠানগুলো বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

এদিকে, অন্য একটি অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে। আজিজ, বেনজীর, মতিউর, আবেদ আলীদের নাম গণমাধ্যমে ফাঁস হয়েছে। কিন্তু এখনও রাঘব বোয়ালদের নাম আসেনি।

কোটা প্রসঙ্গে তিনি বলেন, ২০১৮ সালে কোটা বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এই সরকার আদালতের মাধ্যমে আবার কোটা বহাল করলেন। শুধুমাত্র ছাত্রলীগকে চাকরি দিতেই তা করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আদালত আর শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই। শেখ হাসিনার কথার বাইরে কেউ এক পা যেতে পারে না।

 

 
Electronic Paper