ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শহীদ ছাত্র-জনতার স্বপ্ন বাস্তবে রূপ দিতে হবে: সালাম

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:০১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪

শহীদ ছাত্র-জনতার স্বপ্ন বাস্তবে রূপ দিতে হবে: সালাম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম স্বাধীনতার ৫৩ বছর পরও সে স্বপ্ন পূরণ হয়নি। এবারও যে একই স্বপ্ন ধয়ে হাজারও ছাত্রজনতা জীবন দিয়েছে তা যেনো স্বপ্নই না থাকে, তা যেনো ব্যর্থ না হয়, বাস্তবে রূপ দিতে হবে।

তিনি বলেন, ছাত্রজনতার স্বপ্ন বাস্তবায়নে জনগণের ভোটাধিকারসহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো দেশের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। সত্যিকারের রাজনীতিবিদদের কাছে রাজনীতি ফিরিয়ে দিতে হবে।

শুক্রবার বিকালে ফেনী ছাগলনাইয়া উপজেলার বিভিন্নস্থানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামের তত্বাবধানে শ্যামপুর-কদমতলী থানা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, মানবসৃষ্ট বন্যায় এই জনপদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা এটি প্রত্যাশা করি না। পতিত আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশ বারংবার প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দুইদিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। ঢাকা থেকে নেওয়া হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রয়োজনীয় ঔষধ পত্র।

 
Electronic Paper