ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছাত্রলীগকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে: ভিপি নুর

অনলাইন ডেস্ক
🕐 ৯:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ০৭, ২০২৪

ছাত্রলীগকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে: ভিপি নুর

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ছাত্রলীগকে আর রাজনীতির সুযোগ দেয়া যাবে না। বরং সকলকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

আজ সোমবার(৭ অক্টোবর) বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায়, তবে সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে, গোলামের ভিত্তিতে নয়।

এদিকে, আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র-জনতার সংহতি সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহও ছাত্রলীগের রাজনীতি বাতিলের দাবি জানান।

এ সময় তিনি আরও বলেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হন।

খোলা কাগজ/এমএস

 
Electronic Paper