ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ | ২৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জাপা’র যুগ্ম মহাসচিব দিপু

‘আমি সাবেক সাংসদকে হত্যা করিনি’

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
🕐 ৬:০২ অপরাহ্ণ, অক্টোবর ০৮, ২০২৪

‘আমি সাবেক সাংসদকে হত্যা করিনি’

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দিপু বলেছেন, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্যকে হত্যা করিনি। এ হত্যাকান্ডের সাথে জড়িত ছিলাম না। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি প্রায় বিশ বছর যাবত প্রবাসে রয়েছি। এবার সময় এসেছে আওয়ামী লীগের ষড়যন্ত্রের জবাব দেওয়ার। আগামী ছয় মাসের মধ্যে আমি দেশে ফিরবো। আওয়ামী লীগের নেতাকর্মীদের সত্যের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

গতকাল সোমবার রাতে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দিপুর ৫০তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও ইতালি প্রবাসী সোহেল রানার সভাপতিত্বে ও নূরে আলম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন রেকাত বানু।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

এ সময় বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে জন্মদিনের কেক ও খাবার বিতরণ করা হয়।

কেকে/এজে

 
Electronic Paper