ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ | ২০ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বঙ্গবন্ধুর বাল্যকালের স্কুলে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
🕐 ১:৩৩ অপরাহ্ণ, জুলাই ০৬, ২০২৪

বঙ্গবন্ধুর বাল্যকালের স্কুলে প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যকালের স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে স্কুলে পৌঁছান সরকারপ্রধান। পরে সেখানে ‘বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। এরপর সেখান থেকে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন শেখ হাসিনা। সেখান থেকে ফিরে যান টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে।

যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে জাতির পিতার সমাধিতে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেওয়ার পর ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে দুই দিনের সফরে গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সরকারপ্রধান।

 
Electronic Paper