ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি
🕐 ২:১৫ অপরাহ্ণ, জুলাই ০৭, ২০২৪

সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে ১টি বড় স্বর্ণের বারসহ মো. মাসুদ রানা (২৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ভোমরা সীমান্তের লক্ষীদাড়ি এলাকা তাকে আটক করা হয়।

আটককৃত মাসুদ রানা লক্ষীদাড়ি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, ভারতে স্বর্ণপাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে সীমান্তের লক্ষীদাড়ি এলাকায় অবস্থায় নেয় এবং সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা মাসুদ রানাকে আটক করেন। পরে তাকে তল্লাশি করে বড় একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ১ কোটি ৭ লক্ষ ৩৩ হাজার ৭১৩ টাকা। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও স্বর্ণের বারটি সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

 

 
Electronic Paper