ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পবিপ্রবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি
🕐 ২:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৪

পবিপ্রবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) রাতে পবিপ্রবির রেজিস্ট্রার কার্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকল প্রকার রাজনৈতিক সংগঠন ও এর কার্যকলাপের সাথে সম্পৃক্ততা সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়। উক্ত ঘোষণাটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানায়। বিজ্ঞপ্তিতে অনুযায়ী, পবিপ্রবি আইনের ধারা ৪৭(৫) মোতাবেক এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যকলাপের সাথে সম্পৃক্ততা সম্পূর্নরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং এই অফিস আদেশের মধ্য দিয়ে পবিপ্রবিতে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষিত হয়েছে।

 
Electronic Paper