ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চকরিয়াতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
🕐 ৯:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪

চকরিয়াতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

‘রোদ-বৃষ্টি আধার রাতে, আমরা আছি রাজপথে’ এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে চকরিয়ার কোরক বিদ্যাপীঠ প্রাঙ্গণ।

স্লোগানে শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, সমগ্র দেশের শিক্ষার্থীরা ১৭ বছরের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সরকার অর্থাৎ আ.লীগ সরকারের পতন ঘটনাতে হাজারো শিক্ষার্থীকে শহীদ হতে হয়েছে। আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি বলেন, আমার ভাই-বোনের রক্তঝরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে যেন ফ্যাসিবাদীর জন্ম না হয়, আমরা সেদিকে লক্ষ্য রেখে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রয়োজনবোধে রাজপথে খাকবো। তবে আমরা যেহেতু ছাত্রত্বের অধ্যায়নরত। আমাদেরকে নিজেদের পড়ালেখাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিজে শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। সেক্ষেত্রে আমাদের অভিভাবক হবে মা-বাবা আর কেউ নয়। তবে আমরা আমাদের শহীদ ভাই-বোনদের রক্তে অর্জিত ফ্যাসিবাদীমুক্ত দেশে আর কোন খুন, গুম, অত্যাচার, নির্যাতন শিকার হতে না হয়। সেদিকে লক্ষ্য রেখে পরবর্তী সরকার গঠনের সময় পর্যন্ত আমাদের পথচলা অব্যাহত থাকবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা আগামীর সুন্দর দেশ বিনির্মাণে রাজপথে থাকবো। আমরা আমাদের শহীদ ভাই-বোনদের বিচার চাই। সুতরাং বিচারের প্রক্রিয়া সম্পন্ন করবো ইনশাআল্লাহ।

এদিকে অনুষ্ঠানে আরেক সমন্বয়ক তালাত মাহমুদ খান রাফিকেও বরণ করেছেন ছাত্রসমাজ।

 
Electronic Paper