ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুন্দরগঞ্জে কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
🕐 ৩:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪

সুন্দরগঞ্জে কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে মাসকলাই ও পেঁয়াজ ফসলের আবাদ বাড়ানোর জন্য বিনামূল্যে বীজ, সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বীজ ও সার বিতরণ করা হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্পসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, গণমাধ্যমকর্মী শাহজাহান মিঞা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩৪০ জন কৃষককে পেঁয়াজ ও মাসকালাই বীজ এবং সার বিনামূল্যে প্রদান করা হয়। প্রতিজন কৃষককে এক বিঘা জমি চাষাবাদের জন্য সার ও বীজ দেয়া হয়।

 
Electronic Paper