ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শাবিতে কাওয়ালি ও বিপ্লবী সঙ্গীতের আসর

শাবি প্রতিনিধি
🕐 ৮:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৪

শাবিতে কাওয়ালি ও বিপ্লবী সঙ্গীতের আসর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে কাওয়ালি ও বিপ্লবী সঙ্গীতের আসর। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজাদী মঞ্চসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা অংশ নিয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আসরটি শুরু হয়। অনুষ্ঠানের আয়োজন করে শাবির বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ।

এদিকে সাংস্কৃতিক অঙ্গনে ব্যতিক্রমী এই আয়োজনে উচ্চস্বিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। ইতোমধ্যে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন দেশব্যাপী সাড়া পায়।

এরই অংশ হিসেবে আজ কাওয়ালি সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজাদী মঞ্চসহ সিলেট ও শাবির সাংস্কৃতিক কর্মীরা এই আয়োজনে অংশগ্রহণ করছেন।

 

 
Electronic Paper