ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বন্যার্তদের পাশে চাটখিলের কর্মজীবী সংগঠনগুলো

অনলাইন ডেস্ক
🕐 ৫:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪

বন্যার্তদের পাশে চাটখিলের কর্মজীবী সংগঠনগুলো

চাটখিল উপজেলার ওষুধ কোম্পানি প্রতিনিধি, চাটখিল ওয়াকিং ক্লাব, বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটখিল উপজেলা শাখা, চাটখিল উপজেলা ডাক্তারদের সমন্বয় ও নিপ্রো যে এম আই ফার্মা (এ জাপান বাংলাদেশ) কোম্পানির সিনিয়র এরিয়া ম্যানেজার নজির আহমদ হারুনের সার্বিক তত্বাবধানে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী ও ফ্রি-মেডিক্যাল ক্যাম্পসহ নগদ অর্থ প্রদান করা হয়েছে।

নজির আহমদ হারুন জানান, সংগঠনগুলোর পক্ষ হতে বন্যার প্রথম ধাপে ৩ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ১ হাজার মানুষকে ১ বেলা খাবার পরিবেশন, পৌরসভা ও ২টি ইউনিয়নে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা (ফ্রি ওষুধ বিতরণ), নগদ অর্থ প্রদান ও বন্যা পরবর্তী ২ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল ও মেডিসিন বিতরন হয়।

এসময় তিনি সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করেন।

 
Electronic Paper