ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভিসতা কারখানায় তৈরি হবে ‘অক্স’ ব্র্যান্ডের এসি

অনলাইন ডেস্ক
🕐 ১২:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪

ভিসতা কারখানায় তৈরি হবে ‘অক্স’ ব্র্যান্ডের এসি

বৈশ্বিক বাজারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ভিসতা। বিশ্বের দ্রুত অগ্রসরমাণ কোম্পানি চীনের ‘অক্স’–এর সঙ্গে এবার জয়েন্ট ভেঞ্চার বা ‘যৌথ উদ্যোগ’ চুক্তি করল দেশীয় প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিকস লিমিটেড। এর আওতায় বাংলাদেশে ভিসতার কারখানায় তৈরি হবে ‘অক্স’ ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার বা এসি। স্থানীয় বাজারের বিক্রির পাশাপাশি তা বিভিন্ন দেশে রপ্তানিও হবে।

যৌথ উদ্যোক্তা হিসেবে সম্প্রতি বাংলাদেশের ভিসতা এবং চীনের ‘অক্স’–এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে। চীনের নিংবো শহরে অবস্থিত অক্স সদর দপ্তরে তাদের প্রধান আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) অফিসে ওই চুক্তি হয়।

ভিসতার পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সামছুল আলম। অক্স–এর পক্ষে সই করেন পরিচালক (আরএসি, এশিয়ান অঞ্চল) জি ঝু লিঙ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, পরিচালক মোহাম্মদ মাসুদ, পরিচালক (ব্র্যান্ড অ্যান্ড প্রমোশন) হাসিন ফারহান, অক্সের রিজিওনাল ম্যানেজার লনি ওয়াঙ, কান্ট্রি ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, এসকেডি ম্যানেজার গোল্ডেন ইয়াঙ, ন্যাশনাল ম্যানেজার জিয়ান সু, সেলস ম্যানেজার ওয়েঙ প্রমুখ।

চুক্তি সইয়ের আগে চীন সফরে ভিসতা টিম নিংবো শহরে অক্সের সদর দপ্তর এবং কারখানাগুলো পরিদর্শন করেন। অক্স হচ্ছে চীনের একটি শিল্পগোষ্ঠী। ১৯৮৬ সালে অক্সের যাত্রা শুরু। ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, পাওয়ার ইউটিলাইজেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, নিউ এনার্জি, হাসপাতাল খাতে বিনিয়োগ রয়েছে অক্সের। দেশ-বিদেশে অক্সের উৎপাদন কারখানা রয়েছে ১৪টি।

 
Electronic Paper