ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্যবসায়ীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪

ব্যবসায়ীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালানো অভিযোগ করেছেন আজিজ চৌধুরী শিল্প গ্রুপের মালিক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী। এনিয়ে তিনি সম্প্রতি জিএমপির বাসন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সালাউদ্দিন চৌধুরী জানান, কিছু অসাধু লোকজন তার শিল্পপ্রতিষ্ঠানকে ধ্বংস ও ব্যবসায়িক ইমেজ নষ্ট করতে ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও বিভিন্ন লোকজনকে রিকুয়েস্ট দিয়ে নগদ অর্থও দাবি করছে।

তিনি বলেন, চক্রটি আমি ও আমার স্ত্রী মিশা চৌধুরী এবং আমার সন্তান মিকাইল চৌধুরীর ছবি ব্যবহার করে নানা অনৈতিক কর্মকাণ্ড করে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সরকার, ছাত্রসমাজ, শ্রমিকবৃন্দ ও মিডিয়াকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি জানান, ‘মো. সালাউদ্দিন চৌধুরী’ নামে তিনি দুইটা ফেসবুক আইডি ব্যবহার করেন। এর বাইরে তার আর কোনো একাউন্ট নেই।

উল্লেখ্য, মো. সালাউদ্দিন চৌধুরী বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ-ফিলিপাইন চেম্বারের পরিচালক, আন্তর্জাতিক এ্যাপারেল ফেডারেশনের সদস্য এবং ডিবিসি চ্যানেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 
Electronic Paper