ঢাকা, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১০ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শাবির ক্লাস-পরীক্ষা শুরু ২০ অক্টোবর

শাবি প্রতিনিধি
🕐 ৯:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪

শাবির ক্লাস-পরীক্ষা শুরু ২০ অক্টোবর

শাহজালাল বিজ্ঞান ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে। এছাড়া ছেলেদের আবাসিক হলের শিক্ষার্থীরা ৮ অক্টোবর থেকে হলে উঠতে পারবেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের নিয়ে ডাকা এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. মস্তাবুর রহমান।

তিনি বলেন, ‘আজ বিকেল সাড়ে পাঁচটা থেকে জরুরি সিন্ডিকেট সভা হয়। সভায় সিদ্ধান্ত হয় আগামী ৮ অক্টোবর থেকে নীতিমালার আলোকে ছাত্ররা আবাসিক হলে উঠতে পারবে। ১৫ অক্টোবরের তা শেষ করার সিদ্ধান্ত হয়েছে। এরপর ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষা শুরু হবে। একইসঙ্গে একমাসের মধ্যে অর্থাৎ ১৯ নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে।’

উল্লেখ্য, গত ২৬ মে ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ হয়। পরবর্তীতে শিক্ষকদের পেনশন স্কিমের দাবিতে কর্মবিরতি ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্যাম্পাস অভিভাবকশূন্য হয়ে পড়লে দীর্ঘ চারমাসেও শুরু হয়নি শাবির ক্লাস পরীক্ষা।

 
Electronic Paper