ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ | ২০ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘উত্তরাঞ্চলের মানুষ এখনো চরম বৈষম্যের শিকার’

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪

‘উত্তরাঞ্চলের মানুষ এখনো চরম বৈষম্যের শিকার’

তিস্তা বাঁধের স্থায়ী সমাধান ও উত্তরবঙ্গের মানুষের অধিকার নিশ্চিতকরণ এবং বন্যাকবলিত এলাকায় দ্রুত রাষ্ট্রীয় সহায়তা পাঠানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ‘উত্তরবঙ্গ সচেতন কওমি ছাত্রসমাজ’।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এ মানববন্ধন করেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উত্তরবঙ্গের সচেতন কওমি ছাত্রসমাজের আহ্বায়ক মুহাম্মাদ আরশাদ হুসাইন বলেন, বেশ কয়েকদিন উত্তরাঞ্চলের অনেক এলাকা ভারতের পানি আগ্রাসনের শিকার হয়ে পানিবন্দি জীবনযাপন করছে। এহেন অবস্থায় তাদের সহায়তায় রাষ্ট্রের এগিয়ে আসা অতীব জরুরি। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কোনও কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা দ্রুত সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি।

বিশেষ অতিথির বক্তব্যে শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, দক্ষিণাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে অর্থ সংগ্রহীত হয়েছে; তার অবশিষ্ট অর্থ উত্তরঞ্চলের পানিবন্দি মানুষের সহায়তায় ব্যয় করার আহ্বান জানান।

মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে মিজান বলেন, বিগত সরকার ভারতের সাথে বিভিন্ন বিষয়ে চুক্তির বিনিময়ে তিস্তার পানি ক্রয় করে নিয়ে আসতো, বর্তমান সরকার যদি সে পথে হাঁটে তাহলে দেশের আপামর ছাত্রসমাজ চুপ করে বসে থাকবে না। আবারো আন্দোলন করবে, সংগ্রাম করবে।

এছাড়াও অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে তিস্তা বাঁধের স্থায়ী সমাধান ও উত্তরবঙ্গের অবহেলিত মানুষের অধিকার নিশ্চিতকরণের জোর দাবি জানান। এসময় ঢাকায় অবস্থানরত উত্তরবঙ্গের সচেতন কওমি ছাত্রসমাজ উপস্থিত ছিলেন

 
Electronic Paper