ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ | ২০ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রুপসী ঝরনার কূপে পড়ে প্রাণ গেল ২ পর্যটকের

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
🕐 ৩:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ০৪, ২০২৪

রুপসী ঝরনার কূপে পড়ে প্রাণ গেল ২ পর্যটকের

মীরসরাইয়ে রূপসী ঝরনার গভীর কূপ থেকে দুই পর্যটককে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ে অবস্থিত রূপসী ঝরনা দেখতে যান বেশ কয়েকজন পর্যটক।

এ সময় দুই পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঝরনার কূপে ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থীর মোস্তাফিজুর রহমান (২১) ও নারায়ণ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মাহবুবুর রহমান (২১)। তারা দুজন বন্ধু।

এর আগে ২৭ সেপ্টেম্বর উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় ঝরনার ওপর থেকে পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।

খোলা কাগজ/এজে

 
Electronic Paper