ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ | ২০ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটোরে ১৭টি ঘুঘু পাখি অবমুক্ত করা হয়

নাটোর প্রতিনিধি
🕐 ৭:১২ অপরাহ্ণ, অক্টোবর ০৪, ২০২৪

নাটোরে ১৭টি ঘুঘু পাখি অবমুক্ত করা হয়

পরিবেশকর্মীদের উদ্যোগে নাটোরের সিংড়ায় ১৭টি ঘুঘু পাখি শিকারির খাঁচা থেকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।

আজ শুক্রবার দুপুরে পৌর শহরের কাঁটাপুকুরিয়ায় এই কার্যক্রম করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, কাঁটাপুকুরিয়া বালু পয়েন্টে কাঁশ ফুলের মাঝে কারেন্ট জালের ফাঁদ পেতে ঘুঘু পাখি শিকার করছিলেন স্থানীয় বাসিন্দা মহসিন আলী। স্থানীয়দের কাছে খবর পেয়ে পরিবেশকর্মীরা সেখানে গিয়ে খাঁচাবন্দি ১৭ টি ঘুঘুপাখি সহ দুটি কারেন্ট জালের ফাঁদ উদ্ধার করেন।

তিনি আরো জানান, পরে শিকারির কাছ থেকে কোনো দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে পাখিগুলো অবমুক্ত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সরদার।

এসময় উপস্থিত ছিলেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান, পরিবেশ কর্মী হাসিবুল হাসান শিমুল, রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

কেকে/এজে

 
Electronic Paper