ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ | ২০ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, পাহাড় ধসের শঙ্কা

অনলাইন ডেস্ক
🕐 ১২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ০৫, ২০২৪

ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, পাহাড় ধসের শঙ্কা

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে ২৪ ঘন্টার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আজ শনিবার (৫ অক্টোবর) ভারী বর্ষণের সতর্কতায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের সব বিভাগেই চার দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে ময়মনসিংহ বিভাগের চার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই পানি নেমে যাওয়ার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও ২ দিন বৃষ্টি চলবে। আগামীকাল রোববার থেকে বৃষ্টির প্রবণতা একটু কমতে পারে।

খোলা কাগজ/এমএস

 
Electronic Paper