ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ | ২০ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝরল ২০ প্রাণ

সিলেট ব্যুরো
🕐 ৬:২৮ অপরাহ্ণ, অক্টোবর ০৫, ২০২৪

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝরল ২০ প্রাণ

সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ শিশু রয়েছেন।

আজ শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

সংগঠনটি জানায়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন। সবচেয়ে বেশি দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়। সবচেয়ে কম সুনামগঞ্জে।

জেলা ভিত্তিক হিসাবে- সিলেট জেলায় ১০টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। মৌলভীবাজারে ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানান, ৫টি স্থানীয় দৈনিক, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

কেকে/এজে

 
Electronic Paper