ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নড়াইলে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

মো. খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল
🕐 ৩:০০ অপরাহ্ণ, অক্টোবর ০৬, ২০২৪

নড়াইলে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

‘জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পালিত হলো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।

আজ রোববার নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকাল ১০টায় একটি র‌্যালি বের হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে এতে বক্তব্য দেন- জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদফতর নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. জাহিদুল ইসলাম বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান খান প্রমুখ।

এসময় বক্তারা জন্ম-মৃত্যু নিবন্ধনের কাজে সার্ভার জটিলতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি জন্ম-মৃত্যুর নিবন্ধনে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান।

 
Electronic Paper