ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সব পক্ষের আলোচনা-পরামর্শে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা হবে; উপদেষ্টা নাহিদ

অনলাইন ডেস্ক
🕐 ১২:২৩ অপরাহ্ণ, অক্টোবর ০৭, ২০২৪

সব পক্ষের আলোচনা-পরামর্শে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা হবে; উপদেষ্টা নাহিদ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সব পক্ষের সাথে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে।

আজ সোমবার (৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কি ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে।আমরা দেখেছি ওই সময়ে ইলেকট্রনিক মিডিয়াগুলো কোনও কিছুই প্রচার করেনি।

নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে না সেসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। নানামুখী স্টেকহোল্ডারদের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। ওয়েজবোর্ডসহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। গণমাধ্যম কর্মীদের সাথে মালিকপক্ষের দাসসুলভ আচরণ করা যাবে না। সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে।

তথ্য উপদেষ্টা আরও জানান, সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত করা এবং তরুণদের আগ্রহী করে তুলতে হবে। সকল পক্ষের সাথে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে।

খোলা কাগজ/এমএস

 
Electronic Paper