ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে উদ্বেগ ঢাকা

অনলাইন ডেস্ক
🕐 ৬:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ০৭, ২০২৪

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে উদ্বেগ ঢাকা

মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সশস্ত্র সংঘাতের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত রাখাইন রাজ্যের নাগরিকদের বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ ঘটছে।

গতকাল রোববার মিয়ানমারের রাষ্ট্রদূত সোয়ে মোয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জামাল উদ্দিনের সঙ্গে সাথে দেখা করতে এলে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে দ্রুত, স্বেচ্ছায় এবং টেকসই প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মিয়ানমারের রাষ্ট্রদূত রাখাইন রাজ্যে দ্রুত শৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনার সাথে সাথে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন শুরু করার আশ্বাস দেন।

উভয় পক্ষই দুদেশের মধ্যে বাণিজ্য, শিপিং সংযোগ, জ্বালানি এবং কৃষি ক্ষেত্রে সহযোগিতার বিপুল সম্ভাবনার কথা স্বীকার করেন। বৈঠকে দুদেশের মধ্যে বিদ্যমান অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করেন।

রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তার মেয়াদে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

খোলা কাগজ/এমএস

 
Electronic Paper