ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ | ২৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হা‌সিনার বর্তমান অবস্থান জানে না সরকার

অনলাইন ডেস্ক
🕐 ৩:০৬ অপরাহ্ণ, অক্টোবর ০৮, ২০২৪

হা‌সিনার বর্তমান অবস্থান জানে না সরকার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুথে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বর্তমান অবস্থান নি‌য়ে ধোঁয়াশা তৈ‌রি হ‌য়ে‌ছে। বর্তমানে তার অবস্থান নি‌য়ে অন্তর্বর্তী সরকা‌রের কা‌ছে নি‌শ্চিত কো‌নো তথ্য নেই।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জা‌নি‌য়ে‌ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও এ বিষয়ে খোঁজ করেছি। কনফারমেশন (নিশ্চয়তা) কেউ দিতে পারেনি।

তৌ‌হিদ হোসেন বলেন, মিডিয়ায় আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে, উ‌নি আমিরাতের আজমানে গেছেন। তবে আমরা রিকনফার্ম (নিশ্চিত) হতে পারিনি।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছেন। তাদের ফিরিয়ে আনার বিষ‌য়ে পররাষ্ট্র উপ‌দেষ্টা ব‌লেন, পাসপোর্টের মেয়াদ শেষ হলে বাংলাদেশে ফেরার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হয়ে থাকে। এটা অন্য কোনো দেশে যাওয়ার জন্য নয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে শেখ হাসিনাকে ভারত অন্য দেশে পাঠাল কিনা-এমন প্রশ্নে উপ‌দেষ্টা বিষয়‌টি যুক্তরা‌ষ্ট্রের কাছে জানতে প্রশ্ন করা সাংবা‌দিক‌কে পরামর্শ দেন।

কেকে/এজে

 
Electronic Paper